চট্টগ্রামে ‘আইইউবি-দৃষ্টি কুইজ কার্নিভালে’ চ্যাম্পিয়ন মহসিন কলেজ, রানারআপ সেন্ট্রাল পাবলিক

চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা ‘আইইউবি-দৃষ্টি কুইজ কার্নিভাল ২০২৫’।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম নগরীর জিয়া মেমোরিয়াল মিউজিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

চট্টগ্রামের ১৬টি স্বনামধন্য কলেজের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি কলেজ—সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সিডিএ পাবলিক কলেজ এবং সেন্ট্রাল পাবলিক কলেজ—চূড়ান্ত পর্বে স্থান করে নেয়।

পাঁচটি ধাপে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ‍উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পর সরকারি মহসিন কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় সেন্ট্রাল পাবলিক কলেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, আইইউবি-এর ডিরেক্টর (অ্যাডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস) লিমা চৌধুরী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বৃজেট ডায়েস, আইইউবি-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিয়াংকা দে এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড্যানিয়েল লুন্ড বলেন, ‘এই আয়োজন কেবল প্রতিযোগিতা নয়, বরং একটি উৎসব—চিন্তা, বিশ্লেষণ ও জ্ঞানের উৎসব। দৃষ্টি চট্টগ্রাম ও আইইউবি-এর যৌথ এ উদ্যোগ আমাদের তরুণদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।’

প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা তরুণদের চিন্তার জগতে আলো ছড়িয়ে দেয়। ভবিষ্যতের নেতৃত্ব গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আইইউবি-এর ডিরেক্টর লিমা চৌধুরী বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়তা করি। এই কুইজ কার্নিভাল তারই একটি উদাহরণ।’

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, ‘আমরা চাই চট্টগ্রামের শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বে দক্ষ হয়ে উঠুক। এই আয়োজন আমাদের সে লক্ষ্য পূরণের পথ প্রশস্ত করেছে।’

সভাপতির বক্তব্যে সাইফ চৌধুরী বলেন, ‘শিক্ষা কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। দৃষ্টি চট্টগ্রাম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।’

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm