চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা এলডিপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, সব ভেদাভেদ ভুলে এলডিপির নেতাকর্মীদের হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। এলডিপিকে শক্তিশালী করার জন্য গঠনমূলক সমালোচনা করে সকল ভূল ভ্রান্তি ভুলে গিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, পটিয়াকে নিয়ে আমার স্বপ্ন আছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে ইতোমধ্যে মাস্টার প্লান করা হয়েছে। সে ধারাবাহিকতায় কিছু কিছু এলাকায় কাজ শুরু হয়েছে।
উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি সামশুল আলম সিকদার, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান, আবদুর রশিদ, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব নুরুল আলম।
এছাড়া উপজেলা ও পৌরসভার এলডিপির নেতাকর্মীরাও প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।
ডিজে