কিশোরীর মাথাবিহীন লাশ ভাসছিল দীঘিতে

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে একটি জলাশয় থেকে হাত ও মাথাবিহীন এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অন্তত ১০-১৫ দিন আগে হত্যা করা হয়েছে ওই কিশোরীকে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৯ জুলাই) ডবলমুরিং থানার ঝর্ণাপাড়ার জোড় ডেবা এলাকার একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় কিশোরীর খণ্ডিত দেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

ওসি বাবুল আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, অন্তত ১০ থেকে ১৫ দিন আগে কিশোরীকে হত্যা করা হয়। দীর্ঘদিন পানিতে থাকায় লাশটি প্রায় পঁচে গেছে। তাই প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm