এটিএম কার্ড থেকে মিললো ট্রেনে কাটায় নিহত বেওয়ারিশ যুবকের পরিচয়

রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লায় ট্রেনে কাটা পড়েন আমীর হোসেন নামে এক ব্যক্তি। ক্ষত-বিক্ষত তার লাশ কেউ শনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে দাফনের সিদ্ধান্ত নেয় রেল পুলিশ।

কিন্তু ময়নাতদন্তের পর দাফনের আগে হঠাৎ ঘটনাস্থলে আবারও তল্লাশি চালানোর নির্দেশ দেন রেলওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি এটিএম কার্ড উদ্ধার করে৷ সেই কার্ড থেকে আমীর হোসেন ঠিকানা পাওয়া গেলে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ২৭ মার্চের৷ তবে এর আগের দিন ২৬ মার্চ কুমিল্লার মোহনপুর মধ্যবতী স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান আমীর হোসেন (৪৫)।

কুমিল্লা জিআরপি (রেল পুলিশ) ফাঁড়ি ইনচার্জ সোহেল মোল্লা জানান, বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের আগের পুলিশ সুপার স্যার পুনরায় ঘটনাস্থল তল্লাশি করতে বলেন। সেখানে ঝোপের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টের এটিম কার্ড পাওয়া যায়। সেই কার্ডের অ্যাকাউন্ট থেকে ঠিকানা পেলে আমীর হোসেনের পরিচয় নিশ্চিত করা হয়।

আমীর হোসেনের লাশ তার স্বজনরা শনাক্ত করে নিয়ে গেছেন বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm