চট্টগ্রামে আনন্দ-আড্ডা ও উৎসবের আমেজে ঈদ উদযাপন

চট্টগ্রামে ঈদগাহ ময়দানে নামাজ শেষে কোলাকুলি, আড্ডা, সেলফি তোলার মধ্যদিয়ে উৎসবের আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। এর মধ্যে এলাকাবাসীর জন্য নগরীতে ব্যতিক্রম আয়োজন করা হয়েছে খুলশীর সৃজনী মাঠে৷

চট্টগ্রামে আনন্দ-আড্ডা ও উৎসবের আমেজে ঈদ উদযাপন 1

সোমবার (৩১মার্চ) আকবরশাহ ও খুলশীর এলাকার মানুষের জন্য সৃজনী মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়। আশপাশের এলাকায় রেলে কর্মরতদের কোয়ার্টার হওয়ায় এটি রেল পরিবারের সদস্যদের অঘোষিত মিলনমেলায় পরিণত হয়েছিল।

চট্টগ্রামে আনন্দ-আড্ডা ও উৎসবের আমেজে ঈদ উদযাপন 2

এখানে পাহাড়তলী পুলিশ বিট ফাঁড়ি জামে মসজিদের খতিবের পরিচালনায় ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করা হয়।

ঈদ উদযাপন কমিটির আয়োজনের মধ্যে ছিল শিশুদের জন্য রঙিন বেলুন, মুসল্লিদের জন্য শরবত ও সেলফি তোলার ব্যবস্থা।

সরেজমিন দেখা গেছে, সৃজনী মাঠ সকাল ৭টায় পরিপূর্ণ। শিশুর জন্য রঙিন বেলুন, নামাজ আদায়কারীদের জন্য ঠাণ্ডা শরবত এবং সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে।

আকবরশাহ থানার পাঞ্জাবি লেনের রহিম মোল্লা (৭০) এমন আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মাস্টার লেনের বাসিন্দা রেল কর্মচারী আবদুল্লাহ আল মামুন এটি ব্যতিক্রমী আয়োজন বলে জানান।

দাদা কোরবান আলীর হাত ধরে ঈদগাহে আসে ছোট্ট শিশু রিফাত (৬)। সেখানে বেলুন পেয়ে তাকে বেশ খুশি হতে দেখা গেছে।

ঈদ উদযাপন কমিটি ও জামে মসজিদের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন জানান, সবার জন্যই ঈদের খুশি। দুটি ওয়ার্ড, থানার বসবাস করা মানুষদের একত্রে নামাজ আদায়ের জন্য এ আয়োজন।

এই দুই এলাকা ছাড়াও বিভিন্ন স্থানের বড় থেকে ছোট—সবাই নতুন পাঞ্জাবি পড়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। বাসা-বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় সবাই সেমাই, মাংসসহ বাহারি খাবারে মেতে ওঠেন। ছোট্ট শিশু ও নারীরা নিজেদের পছন্দের শাড়ি-কাপড় পড়ে ঘুরতে বের হন।

এদিকে নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেয়।

সোমবার সকাল ৮টায় এবং সাড়ে ৮টায় দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। আর দ্বিতীয় ঈদ জামায়াতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ’র পেশ ইমাম।

ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেন।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm