পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত তৃতীয় সেতু (নতুন ব্রিজ) দিয়ে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল, কক্সবাজার ও বান্দরবানের লাখো মানুষ বাড়ি ফিরেছে। গত ছয় দিনে এ সেতু দিয়ে মোট ১ লাখ ৬১ হাজার ৭৫১টি গাড়ি পারাপার হয়েছে, আর এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ২৭৫ টাকা।
টোল প্লাজা সূত্রে জানা গেছে, ২৫ মার্চ ২৬ হাজার ৪৩৩টি গাড়ি পারাপার হয়ে টোল আদায় হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৫০০ টাকা, ২৬ মার্চ ২৭ হাজার ৬১৪টি গাড়ি থেকে ২৬ লাখ ৩২ হাজার ৬৮৫ টাকা, ২৭ মার্চ ২৭ হাজার ৫৫৬টি গাড়ি থেকে ২৬ লাখ ২৫ হাজার ২৫ টাকা, ২৮ মার্চ ২৬ হাজার ৪১৫টি গাড়ি থেকে ২৫ লাখ ১০ হাজার টাকা, ২৯ মার্চ ৩৩ হাজার ৭৩৩টি গাড়ি থেকে ২৪ লাখ ২ হাজার ৬৫ টাকা এবং ৩০ মার্চ প্রায় ২০ হাজার গাড়ি পারাপার থেকে সম্ভাব্য টোল আদায় হয়েছে ১৭ লাখ টাকা।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির চাপ কমতে শুরু করে, রোববার রাত থেকে তা আরও স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে সেতুর টোলপ্লাজা দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি পারাপার হচ্ছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় যানজট এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ঈদের ছুটির দ্বিতীয় দিন শনিবার থেকে চাপ সামলানো কঠিন হয়ে পড়েছিল, তবে কোনো সমস্যা হয়নি। প্রতিটি লেনে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পার হতে পেরেছেন।
জেজে/ডিজে