চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলের গেট ফেলাকে কেন্দ্র করে টমটমচালকদের হামলার শিকার হয়েছেন গেটকিপারসহ দু’জন। তাদের ছুরি দিয়ে কোপানো হয়।
মঙ্গলবার (১এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিরা এবং সীতাকুণ্ড টি/২০ রেলগেটে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—অস্থায়ী গেটম্যান নাজমুল হোসেন ও জালাল উদ্দিন।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলের গেট ফেলা নিয়ে টমটম চালকদের সঙ্গে গেটকিপারের কথা কাটাকাটি হয়। এ সময় টমটম চালকরা গেটকিপারদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে নাজমুল ও জালাল মারাত্মক আহত হন।
আহত দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।
আহত জালালের আত্মীয় আরিফ হোসেন জানান, জালালের অবস্থা আশঙ্কাজনক। গেইকিপার নাজমুলের মাথা ফেটে গেছে ও পিঠে ধারালো ছুরির আঘাত রয়েছে।
জেএস/ডিজে