রেলগেট ফেলা নিয়ে তর্ক, সীতাকুণ্ডে দুই গেটকিপারকে কোপালো টমটমচালকরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলের গেট ফেলাকে কেন্দ্র করে টমটমচালকদের হামলার শিকার হয়েছেন গেটকিপারসহ দু’জন। তাদের ছুরি দিয়ে কোপানো হয়।

মঙ্গলবার (১এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিরা এবং সীতাকুণ্ড টি/২০ রেলগেটে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—অস্থায়ী গেটম্যান নাজমুল হোসেন ও জালাল উদ্দিন।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলের গেট ফেলা নিয়ে টমটম চালকদের সঙ্গে গেটকিপারের কথা কাটাকাটি হয়। এ সময় টমটম চালকরা গেটকিপারদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে নাজমুল ও জালাল মারাত্মক আহত হন।

আহত দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।

আহত জালালের আত্মীয় আরিফ হোসেন জানান, জালালের অবস্থা আশঙ্কাজনক। গেইকিপার নাজমুলের মাথা ফেটে গেছে ও পিঠে ধারালো ছুরির আঘাত রয়েছে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm