লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১০

৪৮ ঘণ্টায় নিহত ১৫, বিপজ্জনক বাঁক ও লবণবাহী গাড়ি মূল কারণ

৪৮ ঘণ্টার ব্যবধানে ফের চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত হয়েছেন ১০ জন। এ নিয়ে দুদিনে ওই সড়কে মারা গেছেন ১৫ জন।

লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১০ 1

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।

পুলিশের ধারণা, বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বার বার দুর্ঘটনা ঘটছে।

এর আগে সোমবার একই জায়গায় সড়ক দুর্ঘটনায় বাস-মিনিবাসের সংঘর্ষে পাঁচ যুবকের মৃত্যু হয়।

এদিকে লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও ৭ বছরের একটি মেয়েশিশু রয়েছে। আহত হয়েছেন চারজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসলে ড্রাইভার হার্ড ব্রেক করে। ড্রাইভার থামানোর চেষ্টা করলেও তখন বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের বাসটিতে ধাক্কা মারে। ওই মাইক্রোবাসে পেছনে তখন দ্রুতগতি আরেক মাইক্রোবাস ধাক্কা দেয়। এরপর ঘটনাস্থলে প্রাণ হারান ১০ জন।

এর আগে সোমবার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ যুবক, আহত হন  নয়জন।

পরদিন মঙ্গলবার ভোররাতেও পর্যটকবাহী দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ মারা না গেলেও আহত হন ৯ যাত্রী।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm