আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় এখানকার হোটেল, বিনোদন পার্ক ও রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে। হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য।

আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় 1

বুধবার (২ এপ্রিল) সরেজমিন সৈকত ঘুরে দেখা গেছে, সৈকতের লোসাই পার্কসহ পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের উল্লাসে মুখরিত রয়েছে দর্শনীয় স্থানগুলো। আনোয়ারা উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বাইক, সিএনজি, প্রাইভেট কারসহ নানা যানবাহনে করে আসছেন দর্শনার্থীরা।

অনেককেই দেখা গেছে মাইক, সাউন্ড নিয়ে ট্রাকে করে নেচে নেচে আসতে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউবা বন্ধুদের সঙ্গে। কেউ বাইক নিয়ে ছুটছেন, কেউ ঘোড়া দৌড়াচ্ছেন, কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছেন ঘুরে ঘুরে। অনেকে বন্ধুদের নিয়ে মেতেছেন ফুটবল খেলায়।

পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশ। প্রায় সমুদ্র সৈকতে ২ কিলোমিটার দূরে মানুষ ভিড় জমিয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm