চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুদে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ২২ নম্বর এনায়েতবাজার এলাকায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
ওয়ার্ড যুবদল নেতা সাইফুল্লাহর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
বিশেষ অতিথি ছিলেন ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সদস্য সচিব মো. আলমগীর আলী, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক তানভীর মল্লিক ও নাছিম চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান, নেছার উদ্দিন মিন্টু, সিরাজ খান রাজু।
উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদল নেতা সাইদুল হক জসিম, নাছির, দেলোয়ার, শিবলু, আসিফ, আফ্রিদি, মাসুদ, বিজয়, ইরফান, এবং ছাত্রদল নেতা আবদুল্লাহ, অনিক।
বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের নয়, বরং সংগঠনের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার দিন। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত করাই যুবদলের লক্ষ্য।


