তিন শতাধিক স্কুল শিক্ষার্থীকে ফাইন্যান্স শেখালো এবি ব্যাংক

চট্টগ্রামে শিক্ষার্থীদের ব্যাংকিং জ্ঞান ও সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে এবি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর স্টুডেন্ট–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।

উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল বাহার খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মুনযির সাদ, যিনি অনুষ্ঠানও সঞ্চালনা করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ছোটবেলা থেকেই ব্যাংকিং ও সঞ্চয়ের বিষয়ে অভ্যস্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাংকিং, কমিউনিকেশন, গেমিং ও ফাইন্যান্স বিষয়ক সচেতনতামূলক সেশন পরিচালনা করেন এবি ব্যাংকের বিজনেস অফিসার মুহাম্মদ জহীর উদ্দিন বাবর। এ উপলক্ষে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেন্ট জিএম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও সাবেক ব্যাংকার মোহাম্মদ গোলাম মোস্তাফা, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মোহাম্মদ আশরাফুল রাহাত, দিলওয়ারা বেগম, পিংকি চক্রবর্তী ও ম্যানেজার সৈয়দ মোহাম্মদ মোস্তফা জয়।

ksrm