সাতকানিয়ায় নাতির হাতে দাদি ধর্ষণের শিকার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নাতি শওকত (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে কাঞ্চনা ইউনিয়নের উত্তর সৈয়দপাড়ায় বৃদ্ধার নিজ ঘরে এই ঘটনা ঘটে।

মামলায় বলা হয়, ঘটনার সময় ওই নারী পান্তা ভাত খাচ্ছিলেন। শওকত এসে নাম ধরে ডাকলে তিনি ঘরে ঢোকেন। পরে মুখ চেপে ধরে খাটে শুইয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানা হেফাজতে নেয়।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, ঘটনা শুনে এলাকাবাসী ক্ষুব্ধ।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং শওকতকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

ksrm