চট্টগ্রামের পটিয়ায় বজ্রপাতে মো. জানে আলম নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কোটারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জানে আলম (৩৫) ওই এলাকার মৃত আবু সৈয়দের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের শ্বশুড় বদিউল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাড়ির কাছে বেড়া তৈরির কাজ করছিলেন জানে আলম। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন জানে আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনরা। এসময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতের লাশ পটিয়া হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।
ডিজে