দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মাঝপথ থেকে ফিরল চট্টগ্রামে

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম এসে ঢাকা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে বিমানটি দুবাই থেকে যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবতরণ করে। এরপর ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

পরবর্তীতে দু’ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের বিমানের অন্য একটি ফ্লাইটে করে আবার ঢাকা পাঠানো হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি অবতরণের পর বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছিল। ফ্লাইটের সব যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm