বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভবনের ছাদ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এখনো কিছুই জানা যায়নি।

নিহত যুবকের নাম আলী সিফাত (২৩)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিফাত পশ্চিম কধুরখীল জামতল নুরুচ্ছফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। এক বছর আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধারে ব্যস্ত আছি। কাজ শেষ করে বিস্তারিত জানাবো।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm