চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ছাত্রলীগকর্মীতে ছাড়িয়ে নিতে গেলেন ছাত্রদল নেতা। আটক যুবককে নিজের কর্মী দাবি করেন তিনি। তবে তাকে না ছাড়ায় উত্তেজিত হয়ে ওসির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই ছাত্রদল নেতা।
আটক যুবকের নাম আতিক। তিনি পাঁচলাইশ থানা ছাত্রলীগকর্মী। বিভিন্ন সময় দলীয় কর্মসূচিতে দেখা গেছে তাকে। এছাড়া তার মুক্তি দাবিতেও অনেকে ফেসবুকে পোস্ট করেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১১টায় ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে পাঁচলাইশ থানায় যান পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন। তিনি নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহর অনুসারী।
জানা গেছে, আতিককে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর রাতে ২০-২৫ জনের বহর নিয়ে থানায় আসেন পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন। ওসির রুমে ঢুকে তিনি আতিককে তার কর্মী দাবি করে ছেড়ে দিতে বলেন। ওসি ছাড়তে পারবেন না বলে জানালে তিনি উত্তেজিত হয়ে পড়েন।
জানতে চাইলে পুলিশের সঙ্গে উত্তেজিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘ওটা আরেকজনের বিষয়। ওকে (আতিক) নিয়ে একটা ষড়যন্ত্র করেছে। আমি ওটার জন্য যাইনি। এখানে বেলাল আমার কর্মী, সে আমাকে ফোন করে বলেছে, ভাই সে (আতিক) তো আমাদের সঙ্গে মিটিং-মিছিলে যেতো, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছে বিষয়টি জানার জন্য। ওসিকে বলেছি, ছেলেটি ছাত্রদল করে।’
পাঁচলাইশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আটক ছাত্রলীগকর্মী আতিককে নিজের কর্মী দাবি করে ছাড়িয়ে নিতে আসেন সাজ্জাদ। এ সময় তাকে ছেড়ে দিতে বলেন তিনি। ছাড়া যাবে না জানালে, তিনি উত্তেজিত হয়ে পড়েন। আতিকের বিরুদ্ধে মামলার কাগজপত্র যাচাই করা হচ্ছে।’
জেএস/ডিজে