ঢাকা থেকে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেন চট্টগ্রামে পৌঁছাতে দেরী করায় শতাধিক যাত্রী কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ধরতে পারেননি। এরপর যাত্রীরা রেললাইন আটক বিক্ষোভ করেন। এতে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ সিডিউল বিপর্যয়ে পড়ে।
রোববার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা দেরীতে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, মহানগর এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার রাত সাড়ে ৩টায়। কিন্তু সেটি পৌঁছায় রোববার সকাল ৬টা ১০ মিনিটে। ফলে ভোরে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ধরতে পারেননি মহানগর এক্সপ্রেসের শতাধিক যাত্রী। এরপর ক্ষোভে তারা প্রথমে স্টেশনের ভেতরে এবং পরে রেললাইনে অবস্থান নেন।
এ সময় চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি আটকে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ১ ঘণ্টা ১০ মিনিট দেরীতে সকাল ৯টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হয় ট্রেনটি।
চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, সৈকত এক্সপ্রেস ধরতে না পারা যাত্রীদের কয়েকজন বিকল্পভাবে গন্তব্যে চলে যান। বাকি কয়েকজনকে বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।
ডিজে