২৬০ কোটি টাকার ঋণখেলাপির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।
মামলার নথি অনুযায়ী, নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ নিয়মমাফিক পরিশোধ না করায় স্ট্যান্ডার্ড ব্যাংক মামলাটি দায়ের করে। ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুললেও কোনো ক্রেতা আগ্রহ না দেখানোয় ব্যাংক আদালতের দ্বারস্থ হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসলাম চৌধুরী প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। ওই বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে তোলা হয়। এরপর সরকারের পতনের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর ১৫ দিন পর, ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। এক বছর পার না হতেই আবারও বড় অঙ্কের ঋণখেলাপির মামলায় তার নাম উঠে এলো।