কর্ণফুলীর সাবেক চেয়ারম্যান আলী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের ৯ জুলাই ঘোষিত কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য।

রোববার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানার পুলিশ। পরে তাকে সিএমপির চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। এছাড়া চান্দগাঁও থানায় হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. আফতাব উদ্দিন।

জানা গেছে, ২০২২ সালের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১৯ হাজার ৯৯৮ ভোট। বিজয়ী হন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ফারুক চৌধুরী, যার প্রাপ্ত ভোট ছিল ২১ হাজার ২০ ভোট।

এর আগে মোহাম্মদ আলী একবার নৌকার মনোনয়ন পেয়ে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির শুরুতে তিনি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ ছিলেন।

পরে যোগ দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের বলয়ে। দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন, তবে নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবেই সক্রিয় রাখেন।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেভিল অভিযানে তিনি গ্রেপ্তার হন।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm