পটিয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শিরোপা ব্রাদার্স ইউনিয়নের

চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। ফাইনালে তারা লোহাগাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী।

প্রধান অতিথি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলা-উপজেলায় ফুটবল প্রতিযোগিতা করার। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উদ্বোধক ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, মঈনুল আলম ছোটন, মোজাম্মেল হক চৌধুরী, শফিকুল ইসলাম শফিক, হাজী কামাল উদ্দিন, হাজী আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ইসলাম হোসেন মেম্বার, আবদুল মাবুদ, তৌহিদুল আলম, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক হাজী টিংকু, আলমগীর বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া।

আরও বক্তব্য রাখেন পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহিদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, যুবদল নেতা ইসমাইল হোসেন, বিএনপি নেতা শরীফ উদ্দিন চৌধুরী, জাবেদ চৌধুরী, নাজিম উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়ন, শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রুবেল, এমরান হোসেন জীবন, তৌহিদুল হক, আশরাফুজ্জামান সৌরভ, জয়নাল আবেদীন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে ট্রফি ও ২ লাখ টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দল লোহাগাড়া ফুটবল একাদশকে ট্রফি ও ১ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়।

ফাইনাল খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মো. নাসির উদ্দীন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান মামুন ও শিমুল বড়ুয়া।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm