চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মতো প্রায় শতাধিক কোরআনের হাফিজ নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে ও চন্দনাইশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা, চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, বাগদাদ গ্রোসারি মার্টের প্রতিষ্ঠাতা আবদুল মজিদ, সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জাহেদ হোসাইন, সাংবাদিক মো. শহিদুল আলম।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ শুদ্ধ বানান ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান, সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, ব্যাংকার মো. রফিক আহমদ, ব্যবসায়ী মো. মফিজ উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্দিন, শিক্ষক মো. কামাল উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. আমিন উল্লাহ টিপু, অর্থ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী কমিটির সদস্য ফটো সাংবাদিক গৌতম দাশ, বিচারক ছিলেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী, হাফেজ মোহাম্মদ আলী রেজভী, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ, হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে চন্দনাইশ প্রেস ক্লাবের সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে।
ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সকল শহীদদের আত্মার মাগফিরাত, চন্দনাইশ উপজেলার কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।