কর পরিদর্শক পদে বড় রদবদল, চট্টগ্রামে নতুন মুখ ৩৩ জন, কক্সবাজারে ১০

চট্টগ্রাম ছেড়ে ৮ জন ঢাকায়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ২২৫ জন কর কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন কর অঞ্চলে বদলি হয়েছেন ৩৩ জন পরিদর্শক, কক্সবাজারে বদলি হয়েছেন ১০ জন পরিদর্শক। আবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন ৮ জন।

বুধবার (২৭ আগস্ট) কর প্রশাসন-২ দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৮ ও ১৯ আগস্ট আয়কর বিভাগের ৪১ অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ সহকারী কর কমিশনার পদে রদবদল করেছে এনবিআর। মঙ্গলবার (১৯ আগস্ট) পৃথক দুই আদেশে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার ও ১ জন দ্বিতীয় সচিবকে বদলি করা হয়।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এ যারা এলেন

কর অঞ্চল-রাজশাহী থেকে ইয়াছির আরাফাত এবং কর অঞ্চল-সিলেট থেকে নুর করিম।

চট্টগ্রাম কর অঞ্চল-২ এ যারা এলেন

কর অঞ্চল-কুমিল্লা থেকে মোহাম্মদ মোকতার হোসেন এবং ঢাকা কর পরিদর্শন অধিদপ্তর থেকে আব্দুল জলিল।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এ যারা এলেন

ঢাকা কর অঞ্চল-১০ থেকে মোহাম্মদ আলমগীর, ঢাকা কর অঞ্চল-৮ থেকে এসএম নুরুল্লাহ জাহেদ এবং ঢাকা কর অঞ্চল-৭ থেকে ফিরোজ খান।

চট্টগ্রাম কর অঞ্চল-৪ এ যারা এলেন

ঢাকা কর অঞ্চল-১৫ থেকে ছৈয়দ ফজলুর রহমান, ঢাকা কর অঞ্চল-১৫ থেকে মোস্তাফিজুর রহমান, ঢাকা কর অঞ্চল-১১ থেকে হুমায়ুন কবীর এবং ঢাকা কর অঞ্চল-১ থেকে ফজলে জান্নাতুল ইসমে আজম।

চট্টগ্রাম কর অঞ্চল-৫ এ যারা এলেন

চট্টগ্রাম কর অঞ্চল-১ থেকে ইয়াছমিন আরাফাত, চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে জেবুন নাহার বেগম, ঢাকা কর অঞ্চল-১ থেকে কাজী ইকবালুর রহমান, চট্টগ্রাম কর আপিল অঞ্চল থেকে মোমেনুর রহমান, কেন্দ্রীয় জরিপ অঞ্চল থেকে সোমাইয়া আফরিন, ঢাকা কর অঞ্চল-১৬ থেকে প্রিয় কুমার চাকমা, চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে চম্পা রায়, কর অঞ্চল-বগুড়া থেকে উজ্জল মিয়া, ঢাকা কর অঞ্চল-২ থেকে আবদুল ওয়াদুদ এবং ঢাকা কর অঞ্চল-৫ থেকে বিভাষ দাশ।

চট্টগ্রাম কর অঞ্চল-৬ এ যারা এলেন

চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে রাজিয়া সুলতানা, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে শিবানী শর্মা, ঢাকা কর অঞ্চল-১৪ থেকে হারেছ আহমদ, চট্টগ্রাম কর অঞ্চল-১৫ থেকে শওকত আলী, ঢাকা কর অঞ্চল-২৪ থেকে মনোজ কুমার দে, ঢাকা কর অঞ্চল-৭ থেকে মোজাহিদুল ইসলাম, ঢাকা কর অঞ্চল-১০ থেকে মনির হোসেন, ঢাকা কর অঞ্চল-৮ থেকে শারাফাত হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে অনু প্রভা দে এবং ঢাকা কর অঞ্চল-৭ থেকে সোহেল রানা।

চট্টগ্রাম কর আপিল অঞ্চলে যারা এলেন

চট্টগ্রাম কর অঞ্চল-১ থেকে গৌতম কর্মকার এবং চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে ইরশাদ হোসেন চৌধুরী।

কর অঞ্চল-কক্সবাজারে যারা এলেন

ঢাকা কর অঞ্চল-২৫ থেকে রিয়াজ মোর্শেদ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে মারুফ চৌধুরী, চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে জাকির হোসেন, কর অঞ্চল-কুমিল্লা থেকে মোজাম্মেল হক ভুঁইয়া, ঢাকা কর অঞ্চল-৭ থেকে আরিফুর রহমান, কর পরিদর্শন অধিদপ্তর থেকে ওবায়দুর রহমান ও সৈয়দ আরিফ মঈনুদ্দীন আহমেদ, কর অঞ্চল-গাজীপুর থেকে আবু হাসান মো. খাইরুল ইসলাম, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে পবিত্র চন্দ্র হাওলাদার এবং ঢাকা কর অঞ্চল-১৬ থেকে মো. পারভেজ।

চট্টগ্রাম থেকে ঢাকায় যারা বদলি হলেন

চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে আবদুল কাইয়ুম ঢাকা কর অঞ্চল-১০-এ, চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে ইকবাল খান ঢাকা কর অঞ্চল-১৯-এ, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে মজিবর রহমান মজিব ঢাকা কর অঞ্চল-১৯-এ, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে মাধাই কুমার দাস ঢাকা কর অঞ্চল-২৩-এ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে মজিবর রহমান ঢাকা কর অঞ্চল-২০-এ, চট্টগ্রাম কর অঞ্চল-৪ থেকে আরিফ মিয়া ঢাকা কর অঞ্চল-২৪-এ, চট্টগ্রাম কর অঞ্চল-১ থেকে আশরাফুল কবির ঢাকা কর অঞ্চল-১৬-এ এবং চট্টগ্রাম কর অঞ্চল-১ থেকে মিলন মিয়া ঢাকা কর অঞ্চল-১-এ।

এছাড়া শরিফুল ইসলাম ভুঞাকে চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে কর অঞ্চল-নরসিংদীতে বদলি করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm