ফুটপাতে মালামাল ও নকশা বহির্ভূত স্থাপনা, পটিয়ায় ১৫ মামলায় অর্থদণ্ড অর্ধ লাখ

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল ও ভবন নির্মাণের সামগ্রী রাখা, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করে। অপরাধে ব্যবহৃত ও জব্দ করা মালামাল পৌরসভার জিম্মায় নেওয়া হয়। তবে এ অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, পৌরসভার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা নির্মাণ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm