চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল ও ভবন নির্মাণের সামগ্রী রাখা, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করে। অপরাধে ব্যবহৃত ও জব্দ করা মালামাল পৌরসভার জিম্মায় নেওয়া হয়। তবে এ অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, পৌরসভার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা নির্মাণ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজে