চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে হত্যা, সেতুর ওপর বেঁধে পেটানো হয় তিনজনকে

চট্টগ্রামের ফটিকছড়ির সেই সেতুর ওপর এখনও পড়ে আছে ভোরের রক্তের দাগ। মাত্র ১৫ বছরের এক কিশোর, যার স্বপ্ন ছিল বাবার দোকান বড় করা, আজ ভোরে লাশ হয়ে ফিরল মায়ের কোলে। সন্দেহের নামে গড়ে ওঠা ‘মব জাস্টিস’ আবারও কেড়ে নিল এক প্রাণ।

ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে মারধরের ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রিহান মহিন (১৫)। সে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। গুরুতর আহত দুই কিশোর মানিক (১৬) ও রাহাত (১৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রিহান তার দুই বন্ধুকে নিয়ে চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। মধ্যরাতে তারা বাড়ি ফিরছিল। রাত তিনটার দিকে বাড়ির কাছে পৌঁছালে সাত থেকে আটজন যুবক তাদের ধাওয়া করে। দৌঁড়ে তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখান থেকে তাদের ধরে ফেলে। এরপর চেইঙ্গার সেতুর ওপর নিয়ে গিয়ে তিনজনকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm