কাপ্তাই হ্রদে নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদের রাজবাড়ি ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনে এক ঘণ্টার অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীপেনের লাশ রাজবন বিহার ও রাজবাড়ি ঘাটের মাঝামাঝি এলাকা থেকে উদ্ধার করে।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে দীপেন চাকমা (১৬) রাজবাড়ি ঘাট এলাকায় সাঁতরাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে দীপেন চাকমা নিখোঁজ হলে ডুবুরি দল প্রায় চার ঘণ্টা অভিযান চালায়। কিন্তু এতেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অভিযানের ঘণ্টা দেড়েকের মধ্যে দুপুর ১টার দিকে রাজবন বিহার ও রাজবাড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় দীপেনের অবস্থান চিহ্নিত করেন তারা। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ বনবিহার ঘাটে নিয়ে আসা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনছারী জানান, বুধবার প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হলেও দীপেনের লাশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অভিযানে ঘণ্টা দেড়েকের মধ্যে দীপেনের মরদেহ শনাক্ত করা হয়। পরে মরদেহ উদ্ধারের পর আমরা দুপুর ১টা ৫ মিনিটে অভিযান শেষ করি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm