চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার’র বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কুসুমপুরা ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিএনপি, জামায়াত ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় কয়েকশ’ এলাকাবাসী তার সমর্থনে উপস্থিত হয়ে পরিষদের বাইরে বিক্ষোভ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর দীর্ঘ বছর ধরে এলাকায় জনগণের সেবা করে আসছেন। তিনি কোনোদিন, কোনোসময়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকারিয়া ডালিম পালিয়ে যাওয়ার পর পরিষদ তালাবদ্ধ ছিল। ওই পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শওকত আকবর ছাড়া সব ইউপি সদস্যরা জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান। কিন্তু তিনি পরিষদে এসে তালা খুলে স্থানীয়দের নিয়ে পরিষদের কার্যক্রম স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা করেন।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা গুজব ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেয়। অথচ শওকত আকবরের বিরুদ্ধে গত আওয়ামী দুঃশাসনকালে দুটি গায়েবী মামলায় এজহারভুক্ত আসামি করা হয়। এসব অপপ্রচার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, কুসুমপুরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাকিম, জামায়াত ইসলামী কুসুমপুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক হামিদুল হক, গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পরিষদের সচিব রাজিব মিত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম জোনের যুগ্ম আহ্বায়ক আবু জুনায়েদ আসাদ, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নুর মোহাম্মদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মাহমুদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য আবু বক্কর মুন্না, কুসুমপুরা ইউনিয়ন ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, হরিনখাইন বিএনপির সাবেক সভাপতি আহমদ হোসেন মতোয়াল্লী, জামায়াত ইসলামী নেতা নিজাম উদ্দিন।
ডিজে