চান্দগাঁওয়ে ছুরি মেরে ছোট ভাইকে খুন করলেন বড় ভাই

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছোট ভাইকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. মোরশেদ (৪০)। পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা ছিলেন।

এছাড়া অভিযুক্ত বড় ভাই হলেন মো. জসিম। এ ঘটনার পর তিনি পালিয়ে যান।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে চান্দগাঁওয়ের রাহাত্তারপুল মাজার গেট এলাকায় খুনের এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে মনোমালিন্য চলছিল। এর রেশ ধরে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। বৃহস্পতিবার দুই ভাইয়ের তর্কাতর্কি হয়, এ সময় জসিম হঠাৎ উপর্যুপুরি ছুরিকাঘাত করে তার ছোট ভাই মোরশেদকে।

পরে পরিবারের সদস্যরা মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, খুনের ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ পাই, ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm