চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার বর্জ্য অপসারণ ৮ ঘণ্টার মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৫ জুন) নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শনের সময় একথা বলেন সিটি মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে কোরবানির পরপরই বর্জ্য অপসারণ শুরু হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের সুষ্ঠু তদারকির জন্য ঈদের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর দামপাড়া গেস্ট হাউসের নিচে একটি কন্ট্রোল রুম চালু থাকবে। এই কন্ট্রোল রুম থেকে আমি নিজে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করব। নগরবাসীকে অনুরোধ করছি, যেকোনো অভিযোগ বা জরুরি সহযোগিতার জন্য এই কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। বিকাল ৫টার মধ্যে সম্পূর্ণ দূষণমুক্ত করা হবে।
এছাড়া নগরবাসীকে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, বিএনপি নেতা কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।
আরএ/ডিজে