ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ টাকারও বেশি জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ব্রিটিশ নাগরিক এমা ক্লেয়ার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্রবধূ। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের ভোটার। নওফেলের সঙ্গে বিয়ের প্রায় এক দশক পর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এমা ক্লেয়ার বাংলাদেশের নাগরিকত্ব পান। তিনি দুই কন্যা নিনা এমিলি ফৌজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া অ্যান চৌধুরীর মা।
সম্পদের উৎস কী?
বুধবার (৪ জুন) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার সম্পদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এই অভিযোগের ভিত্তিতে তাকে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি কিংবা তার পক্ষ থেকে কেউ সে নির্দেশ গ্রহণ করেননি।
পরবর্তীতে গত ২৩ মার্চ জনসমক্ষে বিজ্ঞপ্তি আকারে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ টানিয়ে দেওয়া হয়। তারপরও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে কোনো বিবরণী জমা না পড়ায়, এবং সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন না আসায় বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হয়।
অবৈধ সম্পদের অভিযোগে মামলা সিদ্ধান্ত
দুদক জানায়, এ অবস্থায় এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী আদেশ অমান্য এবং ২৭(১) ধারা অনুযায়ী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নওফেলের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির মামলা
এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাবেক উপমন্ত্রী ডা. মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, নওফেল ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ টাকারও বেশি, যার মধ্যে থেকে ৯৭ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, তার আয়কর রিটার্ন অনুযায়ী ৫ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ দেখালেও এর মধ্যে ২ কোটি ৯৪ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। ফলে তাকেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার মুখোমুখি হতে হয়েছে।
সরকার পতনের পরপরই দেশ ছাড়েন স্ত্রী ও নওফেল
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পরপরই নওফেল ও তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টন বাংলাদেশ ত্যাগ করেন। এর পর থেকে তারা প্রকাশ্যে আর দেখা দেননি।
জেজে/সিপি