কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কাপ্তাই হ্রদে নৌকা থেকে পানিতে পড়ে প্রাণ হারিয়েছেন লতা মারমা নামে এক অন্তঃসত্ত্বা নারী। সকালে নৌকাযোগে বাজারে যাচ্ছিলেন িতিন। কাপ্তাই হ্রদের মাঝপথে নৌকায় ভারসাম্য হারালে হঠাৎ পানিতে পড়ে যান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে বিলাইছড়ির কেঙড়াছড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন লতা মারমা (৩২)। পথে কাপ্তাই হ্রদের মাঝপথে ভারসাম্য হারিয়ে হঠাৎ পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে খোঁজ শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী এবং বর্তমানে অন্তঃসত্ত্বা ছিলেন।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এএইচ/ডিজে

ksrm