চট্টগ্রাম নগরীর কালুরঘাট রেল সেতুতে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম গোলাপ মিয়া (৫৫)। তিনি নোয়াখালী জেলার মাইজদি থানার ৫ নম্বর ওয়ার্ডের ধানী আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলাপ মিয়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে ২৮ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ি ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, দুপুর ১২টার দিকে গোলাপ মিয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। রেলপথ পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা লোকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আইএমই/ডিজে