চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, লাইসেন্স ছাড়া ব্যবসা এবং খাবারে ক্ষতিকর রং মেশানোর কারণে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী খাল সংলগ্ন ‘ফাতেমা সুইটস’-কে নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
জানা গেছে, ফাতেমা সুইটসে পোড়া তেলে খাবার তৈরি, ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠান থেকে বাসি মিষ্টি ধ্বংস করা হয়েছে।
ডিজে