কৃষকের ১২০ শতক জমির পাকা ধানে দুর্বৃত্তের আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বর্গাচাষির পাকা ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্য কৃষকরা ধানের বস্তা আনতে গেলে এ ঘটনা তাদের চোখে পড়ে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাজিরহাটের ফারুখীয়া মাদরাসার উত্তর পাশের ডাইনজিরি বিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম হাসমত আলী। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বর্গাচাষের প্রায় ১২০ শতক—তিন কানি জমির ধান পুড়ে গেল। মানুষের এত নিষ্ঠুরতা হতে পারে ভাবতেই কষ্ট লাগে।

আরেক কৃষক মোহাম্মদ নাসির উদ্দীন জানান, একই স্থানে আরও ১২টি গাদা ছিল। আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকার কৃষকরাই বড় ধরনের ক্ষতির মুখে পড়তেন। আগুনের আতঙ্কে এখন কানি প্রতি ১২০০ টাকার জায়গায় ১৭০০ টাকায় রাতারাতি মাড়াই করছে অনেকেই।

সুয়াবিল চুরখাহাট মির্জা বাড়ির বৃদ্ধ কৃষক জহুরুল হক বলেন, আমি দেড় কানি বর্গাজমিতে ধান চাষ করেছি। চার দিন আগে হাসমতের সঙ্গে একই দিনে ধান কেটেছিলাম। একসঙ্গে মাড়াই করার কথা ছিল। কিন্তু তার ধান পুড়ার পর আমিও আজ রাতেই ধান মাড়াই করে নিয়ে যাব।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক ঘটনাটিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে সন্দেহ করছেন। তিনি জানান, দুইজন কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অসাবধানতাবশত সিগারেট থেকেও আগুন লাগতে পারে। তবে সব ধরনের সম্ভাবনা তদন্ত করা হচ্ছে।

এর আগেও উপজেলার চারটি স্থানে ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এএইচ/ডিজে

ksrm