ঘুমধুম সীমান্তের খালে মিললো এসএলআর রাইফেল ও গুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের একটি খাল থেকে একটি এসএলআর রাইফেল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে শূন্য লাইন এলাকায় খালের মধ্যে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পায়। পরে বিষয়টি বিজিবিকে অবহিত করলে ঘুমধুম বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি-ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm