কক্সবাজারের উখিয়া একটি মিনি পিকআপ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ সংকেত দেওয়ার পর গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পিকআপটি জব্দ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া জনৈক খোরশেদ সওদাগরের মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলের ছড়া খোরশেদ সওদাগরের মার্কেটের সামনের কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়াগামী একটি মিনি পিকআপকে থাকার সংকেত দেওয়া হয়। গাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, পলাতক গাড়ি চালককে আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ডিজে