উখিয়ায় পুলিশ দেখে পালালো চালক, পিকআপে মিললো ইয়াবা

কক্সবাজারের উখিয়া একটি মিনি পিকআপ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ সংকেত দেওয়ার পর গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পিকআপটি জব্দ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া জনৈক খোরশেদ সওদাগরের মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলের ছড়া খোরশেদ সওদাগরের মার্কেটের সামনের কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়াগামী একটি মিনি পিকআপকে থাকার সংকেত দেওয়া হয়। গাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যায়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, পলাতক গাড়ি চালককে আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm