ঘূর্ণিঝড় না হলেও চট্টগ্রামে হবে ভারী বৃষ্টি, পাহাড়ে ধসের হুঁশিয়ারি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এর ফলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া সমুদ্র বন্দরের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবাতায় বলা হয়, বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে চট্টগ্রাম বিভাগসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা আছে।

আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট হওয়া লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী বৃহস্পতিবার লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও বৃস্পতিবার ও শুক্রবার বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm