যোগ্য নেতৃত্ব না পেলে এনসিপিকে ভোট দেওয়ার দরকার নেই, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ

মার্কা দেখে নয়, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দিন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় দলীয় পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নেতাকে ঠিক করতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে। আমরা যদি দুর্নীতি না করি, তাহলে আমাদের নেতা দুর্নীতিবাজ হতে পারবে না। আর যদি আগের মতো ভোট বিক্রি করি, তাহলে ৫ বছর ধরে সেই নেতা আমাদের শাসন করবে, মুখ খুলে কিছু বলতেও পারবো না।’

দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এই আন্দোলন শুরু হোক পরিবার থেকে। বাবা-মায়ের আয়ের উৎস যাচাই করতে শিখুন। বাবার বেতন ৪০ হাজার টাকা, ভাড়া দিচ্ছে ২৫ হাজার, আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার—এটা প্রশ্ন করতে না পারলে আপনার শিক্ষা এখনো পূর্ণ হয়নি।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm