চট্টগ্রামের কারখানায় মেট্রোরেলের আদলে ট্রেন তৈরি, চলবে ঢাকার দুই রুটে

চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের কারখানায় মেট্রোরেলের অদলে তৈরি প্রস্তুত করা হয়েছে একজোড়া ট্রেন। এই ট্রেন স্ট্যান্ডিং যাত্রী পরিবহন করবে। তবে ট্রেন দুটি চলবে ঢাকার দুই রুটে। আগামী ২৬ মার্চ থেকে এটি যাত্রা শুরু করবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা।

বুধবার (১৯ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলী কারখানা সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, ঢাকায় চলাচলরত মেট্রোরেল ট্রেনের জনপ্রিয়তা ব্যাপক। একদিকে ঈদের চাপ অপরদিকে নতুন কিছু উপহার দিতেই চট্টগ্রামের কারখানায় মেট্রোরেলের আদলে যাত্রী পরিবহনের জন্য ট্রেন দুটি তৈরি করা হয়েছে। পাওয়ার কারসহ ১১টি করে কোচ নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-ভৈরব যাওয়া-আসা করবে ট্রেন দুটি। যাত্রা শুরুর দিন হিসেবে আগামী ২৬ মার্চকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম পাহাড়তলী কারখানার বিভাগীয় তত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, চট্টগ্রামে মেট্রোরেল আদলে প্রস্তুত করা ট্রেন আপাতত ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-ভৈরব যাওয়া-আসা করবে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm