চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতের নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবীর ছবি। ওই ফেক আইডি থেকে বিভিন্নজনের কাছে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে টাকা দাবি করা হচ্ছে।
এ ঘটনায় ইউএনও মাসুমা জান্নাত গত ৫ মার্চ কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একইভাবে, নিশাত ফারাবীও ৪ মার্চ চরভদ্রাসন থানায় জিডি (নম্বর-১১৫) করেছেন।
প্রতারণার কৌশল ও চক্রের কার্যক্রম
১ মার্চ ইউএনও মাসুমা জান্নাত লক্ষ্য করেন, তার নাম ব্যবহার করে একটি ফেক আইডি তৈরি করা হয়েছে। সেখানে এসিল্যান্ড নিশাত ফারাবীর সরকারি কার্যক্রমের ছবি পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।
এই ফেক আইডি ব্যবহার করে কর্ণফুলী উপজেলার সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আর্থিক লেনদেনের ফাঁদ তৈরি করা হয়েছে। জিডিতে সংযুক্ত ১৭টি স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতারকরা নিজেদের ‘নবনিযুক্ত কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার’ পরিচয়ে প্রচার চালিয়েছে এবং বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারকদের শনাক্তকরণ ও অবস্থান
জিডির তথ্য অনুযায়ী, প্রতারক চক্র এখন পর্যন্ত অন্তত ৮,৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। তারা বিকাশের মাধ্যমে লেনদেন করেছে, যেখানে টাকা ক্যাশ-ইন হয়েছে একটি এয়ারটেল সিম ব্যবহারকারী নম্বরে। ওই সিমটি নিবন্ধিত হয়েছে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, যার মালিক কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা এরশাদুর রহমান।
প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে, এই নম্বরটি বিভিন্ন সময়ে ‘ম্যাজিস্ট্রেট আপু’ নামে সংরক্ষিত হয়ে ছিল। মার্চের ২ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত নম্বরটি ১৮ বার ব্যবহৃত হয়েছে, তবে কোনো ফোন কল করা হয়নি, শুধুমাত্র এসএমএস ব্যবহার করা হয়েছে। প্রতিবার লোকেশন ছিল কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরামর্শ
এ ঘটনায় কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘আমরা গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছি এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
বাংলাদেশ পুলিশের ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, ‘প্রতারক চক্র সাধারণত অন্য জেলার কারও নামে নিবন্ধিত সিম ব্যবহার করে। ভুক্তভোগীরা চাইলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে সিমটি আনরেজিস্টার করতে পারেন, যাতে প্রতারণা বন্ধ হয়।’
বিকাশের এক্সিকিউটিভ অফিসার তানিয়া আহমেদ বলেন, ‘প্রতারকদের বিরুদ্ধে সতর্ক থাকা এবং যাচাই না করে আর্থিক লেনদেনে না যাওয়াই সুরক্ষার প্রধান উপায়।’
জেজে
🔴 আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে অচেনা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট ও সন্দেহজনক মেসেজ এড়িয়ে চলুন। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানান।