চট্টগ্রামে ‘বগুড়ার দই’ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বগুড়ার মিষ্টি দই। অনুমোদনহীভাবে এসব দই তৈরি করায় এক কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি কারখানায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান।

জানা গেছে, বায়েজিদের ওই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন করা হচ্ছিল। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এসব দই। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দই তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন ও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm