চট্টগ্রামে অবরুদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাকে হেফাজতে নিলো পুলিশ

বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে থানায় নিয়ে গেছে পুলিশ। নগরীর আগ্রাবাদের বেতার ভবনে তিনি একদল শিক্ষার্থীর হাতে অবরুদ্ধ ছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টার দিকে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে একদল শিক্ষার্থী বেতার ভবনে গিয়ে মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করে রাখে। পরে তারা ডবলমুরিং থানা ও জেলা প্রশাসককে খবর দেন। শিক্ষার্থীদের দাবি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন শরীফ মাহমুদ। তাকে গ্রেফতার করতে হবে।

এরপর ডবলমুরিং থানা পুলিশের একটি দল এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেতার ভবনে যান। সেখান থেকে পুলিশ হাতে হেফাজতে নেয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম জানান, শরীফ মাহমুদ বর্তমানে থানা হেফাজতে আছেন। সিএমপির ঊর্ধ্বতন স্যারদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. শরীফ মাহমুদ অপু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের পর তাকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm