চট্টগ্রামের টেরীবাজারের জিএম মেগামার্ট দেশীয় পোশাক বিদেশি বলে বিক্রি করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে আসছিল। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হাতে তাদের এমন কর্মকাণ্ড ধরা পড়ায় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর এ অভিযান চালায় ভোক্তা অধিপ্তরের একটি দল।
জানা গেছে, মেগা মার্ট চট্টগ্রামের অন্যতম একটি ব্র্যান্ড। কিন্তু তারা ক্রেতাদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করছে। বেশকিছু দেশীয় তৈরি পণ্য তারা বিদেশি বলে বিক্রি করে আসছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, পণ্যগুলো যে বিদেশ থেকে আনা হয়েছে, সেগুলোর কোনো কাগজপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি। পণ্যগুলো প্রথমে বিদেশি বললেও পরে তারা স্বীকার করেছে, সেগুলো দেশীয় তৈরি পণ্য।
তিনি আরও জানান, দেশীয় তৈরি কাপড়ের ওপর যাতে মেইন ইন বাংলাদেশ লেখা থাকে, সে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বেশকিছু অননুমোদিত কসমেটিক্স পণ্যও পাওয়া গেছে। যেগুলো তারা বেশি দামে বিক্রি করছে। ওইসব কসমেটিক্সের গায়ে আমদানিকারকের নাম নেই।এসব অপরাধের কারণে মেগামার্টকে আমরা এক লাখ টাকা জরিমানা এবং এসব পণ্য বিক্রি না করতে সতর্ক করেছি।
অভিযানে অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
ডিজে