রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের ভেতরে অনুমতি ছাড়াই ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দল সিসিএস শাখা। অথচ এই দপ্তরটি সংরক্ষিত হওয়ায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আছে। এমনকি ঠিকাদাররা প্রবেশ করতে চাইলে পরিচয়পত্র দেখাতে হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সিসিএস দপ্তরের ভেতরে বড় প্যান্ডেল করে প্রায় ৩০০ জন মানুষের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান অতিথি করা হলেও তিনি অনুষ্ঠানে আসেননি।
দপ্তর সূত্রে জানা গেছে, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের রেলের মালামাল সংরক্ষণের দুটি গোডাউন আছে। এখানে দেশি-বিদেশি দামি মালামাল রাখা হয়। একইসঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও দাহ্য পদার্থও মজুদ রাখা হয় গোডাউনে। এজন্য এটি সংরক্ষিত এলাকা। সবসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পাহারা রয়েছে এখানে।
এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বহিরাগত লোকজন নিয়ে অনুমতি ছাড়াই কিভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেল শ্রমিক দল সিসিএস দপ্তর শাখার সভাপতি ও সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রকের দাপ্তরিক করণিক (স্টেনো) আমিরুজ্জামান বলেন, ‘প্রায় তিনশ মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।’
সংরক্ষিত এলাকায় ইফতার মাহফিল আয়োজনের জন্য লিখিত কোনো অনুমতি নিয়েছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি নেইনি, কিন্তু মৌখিকভাবে জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) বেলাল হোসেন সরকার কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
জেএস/ডিজে