পতেঙ্গায় গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে নারী খুন হওয়ার ঘটনায় মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দু’জন হলেন—ভুক্তভোগী নারীর দেবর মো. রনি (২৮) ও সোলাইমান (৪৮)।

রোববার (২০ জুলাই) রাতে পতেঙ্গার চড়িহালদা মোড় থেকে তাদের গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ফেরদৌসি আক্তার (৩২) একজন গার্মেন্টসকর্মী। তার স্বামী ও সন্তানসহ ধুমপাড়া চড়িহালদার মোড় হামিদ মাঝির বাড়ি আবু বক্করের ঘর ৪০ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তার সঙ্গে আসামি মো. লোকমান হোসেনের (৪৫) ২০১৩ সালে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। ভুক্তভোগীর বিয়ে মো. লোকমান হোসেনের সঙ্গে হওয়ায় পরিবারের লোকজন স্বাভাবিকভাবে মেনে নেয়নি। বিবাহের পর হতে বিভিন্নভাবে ভুক্তভোগীর স্বামীসহ স্বামীর নিকটত্মীয়রা তাকে হয়রানি করে আসছিল। ভুক্তভোঘী ও তার স্বামী লোকমান হোসেন দাম্পত্য জীবনে ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

ঘটনার ১ সপ্তাহ আগে ভুক্তভোগী নারী তার স্বামীকে রান্নাঘর মেরামত করার জন্য বললে তাকে মারধর করা হয়।

গত ১৩ জুলাই রাত ১১টার দিকে ভুক্তভোগীর দেবর মামলার এজাহারনামীয় আসামি মো. রনি ও মো. লোকমান হোসেন রান্নাঘর মেরামত নিয়ে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একইদিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে মারধর করে খুন করে।

পরে ভুক্তভোগীর ভাই মো. মামুন খান বাদি হয়ে হত্যা মামলা করে।

এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলা রুজুর পর থেকে একটানা অভিযান চালিয়ে রোববার চড়িহালদা মোড় থেকে ঘটনার মূলহোতা মো. রনি ও ৩ নম্বর আসামি সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। তাদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm