চট্টগ্রামে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত মো. মুজিবুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন।

বায়েজিদ এলাকার বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) সোমবার (২১ জুলাই) সকালে মারা যান। তিনদিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এনিয়ে চলতি বছরে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনজনেরই করোনা পরীক্ষা করা হয়েছে শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, বয়স্ক রোগী যারা ডায়াবেটিকস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছেন, তাদের করোনা হলে সারভাইভ করা কঠিন হয়ে যাচ্ছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm