চট্টগ্রামে দুবাইফেরত ২ যাত্রীর লাগেজে নিষিদ্ধ ক্রিম ও সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমসহ দুজন যাত্রীকে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা তাদের পাসপোর্ট নথিভুক্ত করার পর জরিমানা করেছে।

রোববার (২০ জুলাই) রাতে ওই দুই যাত্রী দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন।

আটক দু’জন হলেন—ফেনীর মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের মোশাররফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।

তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২ হাজার ৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে এনএসআই ও কাস্টমসের যৌথ নজরদারি ও অভিযান আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। আটক দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm