এসএসসি/ পটিয়ার সেরা শিক্ষার্থী ফাহমিদা ও উমাইমা

এবারে এসএসসি পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে। এ বছরও দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়ার সেরা স্কুল হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে, বিজ্ঞান বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ফাহমিদা আকতার ও উমাইমা ইল্লিন বোর্ডের মেধা তালিকায় যথাক্রমে ৬৫তম ও ৬৬তম স্থান অর্জন করে পটিয়ার সেরা শিক্ষার্থী হিসেবে গৌরব অর্জন করেছেন।

তাদের এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জনই নয়, বরং আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টারও প্রতিফলন। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে পটিয়ার শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে, এবং এবারের ফলাফল তাদের সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। এই স্কুল থেকে এবার মোট ১২২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।

এবার পটিয়া উপজেলায় অংশ নেওয়া ৪২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৬ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২২ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। বরাবরের মতো এবারও উপজেলায় প্রথম হওয়া স্কুলটির পাশের হার ৯৮.৪০ শতাংশ।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কল্লোল কুমার বৈদ্য বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। ফাহমিদা ও উমাইমার মতো শিক্ষার্থীদের কৃতিত্ব এবং ১২২ জনের জিপিএ-৫ প্রাপ্তি আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) মুহাম্মদ মাহফুজুল আলম বলেন, ফাহমিদা এবং উমাইমার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা নিয়মিত স্কুলে আসতো। শুধু তারা নন, বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে, প্রতিবছর আমরা সেরা হওয়ার গৌরব অর্জন করি। সেরা দুই শিক্ষার্থী ফাহমিদা ও উমাইমা তারা পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্টত্বের গৌরব অর্জন করেছেন। তারা সবসময় গাইড ও কোচিং নির্ভর না হয়ে স্কুল নির্ভর হতেন।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) বাবুল চন্দ্র নাথ বলেন, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ সাফল্য আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গর্বের। ফাহমিদা ও উমাইমার মতো মেধাবী শিক্ষার্থীরা প্রমাণ করেছে—যথাযথ মনোযোগ, অনুশীলন ও গাইডেন্স পেলে তারা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।
বিদ্যালয়ের সুসংগঠিত শিক্ষাপদ্ধতির ফলস্বরূপ প্রতিষ্ঠানটি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯৮ শতাংশ পাশের হার অর্জন করেছে। বিশেষ গর্বের বিষয় এ বিদ্যালয় থেকে ১২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সফলতার শীর্ষে রয়েছে উপজেলার মধ্যে দুই মেধাবী ছাত্রী ফাহমিদা আকতার ও উমাইমা ইল্লিন। তারা উভয়েই ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৪ নম্বর করে পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে যথাক্রমে ৬৫ তম ও ৬৬ তম স্থান অর্জন করেছেন।

ফাহমিদা আকতার বলেন, আমার এই সাফল্য আমার শিক্ষকদের নির্দেশনা এবং পরিবারের সমর্থন ছাড়া সম্ভব হতো না। এই অর্জন আমার জন্য একটি নতুন অধ্যায়ের শুরু। আমি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি এবং এই ফলাফল আমাকে সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আমি ভবিষ্যতে আরও ভালো করতে চাই এবং একজন ডাক্তার হয়ে দেশ ও পটিয়ার সেবা করতে চাই।

আরেক সেরা শিক্ষার্থী উমাইমা ইল্লিন বলেন, বোর্ড মেধা তালিকায় স্থান পাওয়া আমার জন্য স্বপ্নের মতো। এটি আমাকে আরও কঠোর পরিশ্রমের প্রেরণা দেবে। ভবিষ্যতে বুয়েটে পড়তে ইচ্ছে আমার। সেখানে পড়াশোনার পাঠ চুকিয়ে দেশের সেবা করতে চাই।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm