চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭) দায়িত্ব গ্রহণ করেছে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহরে এক আনুষ্ঠানিক আয়োজনে ২০২৩–২০২৫ কার্যকালের কমিটি নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সদ্যবিদায়ী ও নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. মো. মনিরুল আলম। সঞ্চালনা করেন ২০২৩–২০২৫ কার্যকালের সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দৌলা সুজন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল্লাহ আরাফ।
নবগঠিত সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠান পরিচালনায় যোগ দেন। অনুষ্ঠানে পরিষদের গঠন, পূর্ববর্তী কমিটির কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি নতুন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি, ডা. দেলোয়ার হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদকরা নিজাম উদ্দিন রেজভী, মোহাম্মদ মোশারফ হোসাইন, মো. আবু তাহের, মো. সাখাওয়াত হোসেন নাসির, মো. সাইফুর রহমান লিংকন ও মো. সুজাউদ্দৌলা সুজন। বক্তব্য রাখেন সাবেক কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ আবদুর রহিম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসকে এম মারুফ।
স্কুলের স্মৃতি তুলে ধরেন প্রাক্তন কার্গিলিয়ান সাবেক ডিআইজি আলা বকস চৌধুরী (ব্যাচ ১৯৬৫)। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আজম রনজু।
অনুষ্ঠানে পরিষদের সম্পাদক, সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক প্রাক্তন কার্গিলিয়ান ও সন্দ্বীপের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষপর্যায়ে নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. মনিরুল আলম পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সহযোগিতা কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।