সাবেক ফুটবলার খুরশীদ ইরশাদ চৌধুরীর মৃত্যু

সাবেক ফুটবলার খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম কলেজ রোড এলাকার মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকায় তিনি মারা যান।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের এক সময়ের জনপ্রিয় মুখ তাইমুর বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন‍্যা সন্তান রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

তার দ্বিতীয় নামাজে জানাজা শনিবার (৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm