চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নুরুল কবির (৩৫) নামে এক টমটম চালক। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় নুরুল কবিরসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত নুরুল কবির মৃত আমির আলীর ছেলে। আহতদের মধ্যে আছেন তার ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৫৫)।
স্থানীয়রা জানায়, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির ৩১ আগস্ট থানায় অভিযোগও করেছিলেন।
শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত নুরুল কবিরের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করতে চাইলে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায়। দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করা হয়েছে, অন্যদেরও মারধর করা হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।